Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

একটি জাতিকে জাতীয় সম্পদে পরিণত করতে হলে চাই শিক্ষা।যে শিক্ষা মানুষের ভাগ্যে উন্নয়নের সহায়ক হবে সেটাই হবে আসল শিক্ষা বা মান সম্মত শিক্ষা।মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সরকার ও জাতীর একটি গুরুত্বপূণ©  অঙ্গীকার।শিক্ষা গুরুত্বআমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্টীয় জীবনের জন্য একটি প্রতিষ্ঠিত সত্য।।আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে ভতি©ও উপস্থিতির হার ।এখন প্রয়োজন গুণগত মান উন্নয়ন।মান উন্নয়ন নিভ©র করে শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়নের ও শ্রেণি কক্ষে প্রতিফলনের উপর।আর যে কোন প্রতিফলনের উন্নয়ের জন্য ভৌত সম্পদ এবং তথ্যাভিজ্ঞ ব্যক্তির সমাবেশ ও সমন্বয় হওয়া প্রয়োজন।যথন সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা দক্ষ শিক্ষকের অভাব সীমিত সম্পদের মধ্যে উন্নয়নের লড়াই।এমনি অঙ্গিকার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে জনবল আছে সেটাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করা এবং তাদের কাজে লাগানো আমাদের দায়িত্ব এবং সীমিত সম্পদের মধ্যে মাথা উচু করে বেঁচে থাকার লড়াই।শিক্ষার গুণগত মান উন্নয়ের লক্ষ্যেগতানুগতিকতাকে পাশকাটিয়ে আধুনিক ধারনায় ও পদ্ধতিগত ভাবে পাঠ্যক্রম ও পাঠ্যসূচী প্রনয়ণ, পরিবধ©ন ও পরিমাজ©ন করে পাঠ্য পুস্তক প্রণয়ন করা হয়েছে।| পাঠ্যক্রম ও পাঠ্যসূচী সম্পকে© জ্ঞান অজ©ন, প্রাথমিক শিক্ষার বিষয়জ্ঞান, শিক্ষণবিজ্ঞান বিষয়ে দক্ষতা অজ©ন একজন শিক্ষকের জন্য গুরুত্বপূণ© ।এমনি এক ক্লান্তি লগ্নে উপজেলা রিসোস© সেন্টার ১৯৯৮ সাল  হতে নিরলস সেবা দিয়ে যাচ্ছে।